নেপাল থেকে শীর্ষস্থান পুনরুদ্ধারের পর বাংলাদেশের শিরোপার সমীকরণ যেমন:
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
বিকেলে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সরিয়ে আবারও শীর্ষে উঠেছিল নেপালের মেয়েরা। তবে নেপালকে সরিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। নেপাল গোল ব্যবধানে শীর্ষে উঠলেও বাংলাদেশ পয়েন্ট ব্যবধানে নেপালকে সরিয়েছে শীর্ষস্থান থেকে।
নেপালকে সরিয়ে শীর্ষস্থানে আসতে আফঈদা খন্দকারের দলের লেগেছে মাত্র ঘণ্টা দুয়েক। নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট এখন ১৫। টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় তাদের।
অন্যদিকে নেপালের মেয়েদের পয়েন্ট এখন ১২। গ্রুপপর্ব ভিত্তিক আসরের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি খেলেছে নেপাল। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাহাড়ি কন্যারা। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা, একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। তবে গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে বেশ কয়েকটা বেশি।
পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি। অন্যদিকে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে প্রতিপক্ষকে দিয়েছে ২৪ গোল, আফঈদা খন্দকারের হজম করেছে ৪টি। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলে বা ড্র করলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তখন দুদলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে স্পষ্ট গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নের তকমা উঠবে নেপালের চোখে।
0 Comments