রাত আড়াইটায় ঋতুপর্ণাদের সংবর্ধনার আগে এ বিষয়গুলো ভেবেছেন কি?
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই অর্জন শুধু একটি ক্রীড়াসাফল্য নয়, এটি একটি জাতীয় গর্ব। একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এই গৌরব উদ্যাপনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন সংবর্ধনার সময় নির্ধারণ করা হয়েছে আজ রাত আড়াইটায়, রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে।
DD
বাফুফে জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হবে। রাত ৯টায় দলটি পৌঁছাবে ব্যাংকক। সেখান থেকে ১১টা ৫০ মিনিটে উড়াল দিয়ে ঢাকা পৌঁছাবে রাত ১টা ২৫ মিনিটে। অবিশ্বাস্য হলেও সত্য, মেয়েরা ঢাকায় নামার সোয়া ঘণ্টা পর রাত আড়াইটায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে!
এত রাতে সংবর্ধনা কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাফুফে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি। তবে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকাল সাতটায় ভুটানের লিগ খেলতে রওনা হবেন ঢাকা থেকে। এ কারণেই রাত আড়াইটায় এমন অভিনব ও অবাস্তব সংবর্ধনার ভাবনা।
DD
গত বছর সাফ শিরোপা ধরে রাখার পর বিমানবন্দর থেকে মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনার সময় নানা বিশৃঙ্খলার কারণে মেয়েরা দুপুরের খাবার খেতে পারেননি। এর আগে প্রথম সাফ জেতার পর ছাদখোলা বাসে সংবর্ধনা আয়োজন ছিল চরম বিশৃঙ্খল। রাস্তায় থাকা বিলবোর্ডের কোনায় খোঁচা লেগে মাথায় আঘাত পান আজকের তারকা ঋতুপর্ণা। বাস থেকে তাঁকে নামিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় তিনটি সেলাই লেগেছে। সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে এবার অযৌক্তিক সময়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
DD < /p>
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালেই মেয়েদের সংবর্ধনা সেরে ফেলা যেত। ফুলের মালা, একটা চেক, ১৫ মিনিটের অনুষ্ঠান। এসবই সম্ভব ছিল। এতে ক্লান্ত মেয়েরা বিশ্রাম পেতেন। ঋতুপর্ণা-মনিকারাও বিশ্রাম নিয়ে ভুটানের ফ্লাইট ধরতে পারতেন।
0 Comments