ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন।
ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। এই মুহূর্তে তালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে রিয়ালের গনসালো গার্সিয়া ও চেলসির পেদ্রো নেতোই সবচেয়ে এগিয়ে।
এই গোল্ডেন বুট কে জিতবেন, জানা যাবে কয়েক দিন পরছবি: এক্স
RRR
ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষ ধাপে এসে পৌঁছেছে। ৩২ দলের লড়াই এখন নেমে এসেছে ৪ দলে। এই চার দলের মধ্যে যেকোনো একটির হাতে উঠবে শিরোপা।
তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি হিসাব-নিকাশ হচ্ছে ব্যক্তিগত অর্জনেরও।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও আছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্টে এখন বাকি আর মাত্র তিন ম্যাচ। এই তিন ম্যাচ দিয়ে কেউ কি এককভাবে শীর্ষে উঠবেন, নাকি এই পুরস্কার যৌথভাবে জিতবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। বিশ্বকাপে যতক্ষণ মাঠে ছিলেন, আলো ছড়িয়েছেন এই তরুণ। রিয়ালের হয়ে ৫ ম্যাচের প্রতিটিতে গোলে অবদান রেখেছেন গার্সিয়া। সব মিলিয়ে করেছেন ৪ গোল ও ১টি সহায়তা।
গার্সিয়ার ছন্দ ও গোল করার ক্ষমতা বলছে, ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডন বুটের লড়াইয়ে এই মুহূর্তে বাকিদের চেয়ে তিনিই এগিয়ে। এমনকি আরেকটি গোল করে গোল্ডেন বুট এককভাবে নিজের করে নিতে পারেন গার্সিয়া। কারণ, অন্য যে তিন ফুটবলার তাঁর মতো ৪ গোল করে করেছেন, তাঁদের দল এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
গার্সিয়ার মতো ৪টি করে গোল করেছেন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। কিন্তু এই তিনজনের দল এরই মধ্যে বিদায় নেওয়ায় তাঁদের আর গোল সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। ফলে সেমিফাইলে আর একটি গোল পেলেই এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকবে গার্সিয়ার।
অন্যদিকে প্রতিযোগিতায় ৩ গোল করে করেছেন ৯ জন ফুটবলার। তাঁদের মধ্যে বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, মাইকেল ওলিসে ও হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও ফিল ফোডেন, মন্তেরইয়ের গেরমান বের্তেরামে, জুভেন্টাসের কেনান ইলদিজ এবং আল আহলির ওয়েসাম আবু আলীর আর কোনো গোল বাড়ানোর সুযোগ নেই। কারণ, তাঁদের দলও বিদায় নিয়েছে।
অর্থাৎ ৩ গোল করে করা ৯ ফুটবলারদের মধ্যে শুধু একজনেরই সুযোগ আছে গোল সংখ্যা বাড়ানোর। তিনি চেলসির পেদ্রো নেতো। ফলে সব দিক বিবেচনায় নিলে লড়াইটা এই মুহূর্তে কেবল গার্সিয়া ও নেতোর মধ্যেই বলা যায়।
তবে প্রতিযোগিতায় এখনো বাকি তিন ম্যাচ। এই তিন ম্যাচে ভিনিসিয়ুস-এমবাপ্পে-দেম্বেলে-পালমালদের মতো তারকাদের সুযোগ আছে দারুণ কিছু করে গতিপথ বদলে দেওয়ার। তেমনটি করতে পারলে ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন এক রোমাঞ্চেরই দেখা মিলবে।
0 Comments